ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

কুমারখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
কুমারখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন আরও দুই শ্রমিক।



শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দীননগর এলাকার কালু মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দৌলতপুর উপজেলার ভাগজোত গ্রামের আফসার মণ্ডলের ছেলে মনির হোসেন (৩৫), একই উপজেলার মথুরাপুর গ্রামের জামিরুলের ছেলে তারেক (২৮)। আহত দুইজন কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্র জানায়, সকালে কুমারখালী পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় আলাউদ্দীননগর এলাকায় ২০ থেকে ২৫ জন শ্রমিক বিভিন্ন স্থানে বিদ্যুতের সংযোগ দিচ্ছিলেন।

কালুর মোড়ে একটি বিদ্যুতের খুঁটিতে কাজ করতে গিয়ে হঠাৎ চার শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে খুঁটি থেকে ছিটকে নিচে পড়ে ঘটনাস্থলেই মনির হোসেনের মৃত্যু হয়।

পরে আহতদের মধ্যে তারেক দুপুর ২টার দিকে কুষ্টিয়ার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই হাসপাতালে আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. তাপস কুমার পাল।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫/আপডেট ১৫৩০ ঘণ্টা
এসআর/এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।