ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

পরিবেশবান্ধব সাইকেল লেন বাস্তবায়ন দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
পরিবেশবান্ধব সাইকেল লেন বাস্তবায়ন দাবি ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: “বিশ্বের সকল মানুষ ভাই ভাই, সুস্থ থাকতে সবাই সাইকেল চালাই”-এই স্লোগানকে সামনে রেখে যানজট প্রতিরোধ ও পরিবেশবান্ধব সাইকেল লেন বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ব সাইক্লিং দিবস-২০১৫ অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।



এতে সাইকেলপ্রেমীরা শহীদ মিনারে একত্রিত হন। এরপর সাইকেলপ্রেমীদের নিয়ে শহীদ মিনারের আশ-পাশ এলাকায় একটি সাইকেল র‌্যালি বের করা হয়।   

বিশ্ব সাইক্লিং দিবস-২০১৫ অনুষ্ঠানের উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ড. জাফর আহমেদ খান বলেন, ১৮ সেপ্টেম্বর বিশ্ব সাইক্লিং দিবস হিসেবে ঘোষণা দেওয়ার জন্য জাতিসংঘের কাছে আবেদন জানাচ্ছি। সুস্থ ও স্বাভাবিক জীবন গঠনের জন্য সাইক্লিং অত্যন্ত জরুরি।

তিনি বলেন, সাইকেল চালকদের জন্য আলাদা সাইকেল লেন বাস্তবায়নের এই আন্দোলনে আমি সম্মতি জানাচ্ছি। এই দাবি একদিন বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় সংগঠনের পক্ষ থেকে বেশকিছু দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো-দেশের প্রতিটি শহরে রাস্তার পাশে আলাদা সাইকেল লেন তৈরি করা, চালকদের সাইকেলের চেসিস নম্বর ও রেজিষ্ট্রেশন নম্বর প্রদান, সাইকেল ক্রয়ের ক্ষেত্রে ব্যাংক ঋণ চালু করা, প্রতিটি চালকের আলাদা পরিচয়পত্র প্রদান এবং চালকদের জন্য ট্রাফিক আইনের ব্যবস্থা করা।

সাইকেল লেনের দাবিকে সামনে রেখে সাইকেলপ্রেমীদের নিয়ে উদ্বোধনীয় সংগীত পরিবেশন করে সোনার বাংলা সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী।  

অনুষ্ঠানের ৮ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন- সাইক্লিং দিবসের উদ্বোধনীয় সংগীতের গীতিকার প্রাকৃতজ শামীম রুমি টিটিন, সার্চ স্কেটিং ক্লাবের চেয়ারম্যান মো. আরশাদ আলম, কেরানীগঞ্জ সাইক্লিস্ট এর সভাপতি শাকিকুল রহমান শাকিল, মো. সোহেল আহমেদ, ঢাকা যুব ফাইন্ডেশনের সভাপতি মো. শহীদ মাহমুদ শহিদুল্লাহ, নিরূপমা ফাউন্ডেশনের চেয়ারম্যান নাজনীন নাহার নিরূপমা, সোনার বাংলা সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর গায়ক আকিকুল ইসলাম এবং শহিদুল ইসলাম।   

আয়োজক সংগঠনের সভাপতি মো. আমিনুল ইসলাম টুব্বুসের সভাপতিত্বে বিশ্ব সাইক্লিং দিবস-২০১৫’র উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নাট্য ব্যক্তিত্ব অধ্যাপক ড. ইনামুল হক, বাংলাদেশ সাইকেল ফেডারেশনের সভাপতি মো. মিজানুর রহমান মানু, নারী মৈত্রী ও জাগো ফাউন্ডেশনের চেয়ারম্যান অরণ্য হক, ঢাকা যুব ফাউন্ডেশনের সভাপতি শহিদ মাহমুদ শহিদুল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এসজেএ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।