ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে তরুণের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
মৌলভীবাজারে তরুণের মরদেহ উদ্ধার ছবি: প্রতীকী

মৌলভীবাজার: মৌলভীবাজার শহরের দুই নম্বর ওয়ার্ডের বড়বাড়ি এলাকায় রুমন আহমদ (২২) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

  রুমন ওই এলাকার রুশন আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রুমনের বাড়ির পাশের একটি আম গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া রুমনের মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

১১ নম্বর মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আব্দুল সুবাহান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেম ঘটিত কারণে এ ঘটনাটি ঘটতে পারে।

বাংলাদেশ সময় ১৩৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।