খুলনা: খুলনায় প্রথমবারের মতো তিন দিনব্যাপী ‘বিবাহ মেলা’ শুরু হচ্ছে শনিবার (১৯ সেপ্টেম্বর)। সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছে আয়োজক পারপেল বার্ড ও আর্টিসম নামের দু’টি ফটোগ্রাফি ও ইভেন ম্যানেজমেন্ট ফার্ম।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে খুলনার একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পারপেল বার্ডের সিইও এস এম ইমরান হাসান।
এ সময় তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে ফটোগ্রাফি, ভিডিও, এডিটিং, ইভেন্ট ম্যানেজমেন্ট, স্টেজ ডিজাইন, লাইটিং, ডিজেসহ বিভিন্ন সৃজনশীল কাজে সম্পৃক্ত রয়েছি। এ কাজে খুলনার এক ঝাঁক তরুণ ও উদ্যমী কর্মী সারাদেশে কাজ করে চলছে। এরই ধারাবাহিতকায় আমাদের এ কাজকে সবার সামনে তুলে ধরতে খুলনায় প্রথমবারের মতো ‘বিবাহ মেলা’র মতো ব্যতিক্রম উদ্যোগ নিয়েছি।
মেলার উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, খুলনাবাসীকে প্রথমবারের মতো বিয়ে সম্পর্কিত সব উপকরণের সমাহার উপহার দেওয়াই মেলার উদ্দেশ্য। বিয়ের আয়োজনে সব দায়িত্ব নিশ্চিন্ত ও নির্বিঘ্ন করতে আয়োজনকারী প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয়তা ও বিশ্বস্ততা সম্পর্কে অবহিত করাতে এ আয়োজন।
তিনি জানান, ১৯ সেপ্টেম্বর বিকেল ৩টায় ক্যাসেল সালাম হোটেলের ব্যাংকোয়েট হলে মেলার উদ্বোধন হবে। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল।
তিন দিনব্যাপী এ মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। মেলায় কোনো প্রবেশ ফি নেই।
সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন আর্টিসমের সিইও তাহমিদ আহমেদ, পরিচালক আশফাকুর রহমান ফাহিম, রিজিওনাল ইনচার্জ নূর এ নিয়াজ শুভ, রিজিওনাল ইনচার্জ ও অপারেশন এক্সিকিউটিভ সাজ্জিদ আহমেদ, মিডিয়া কো-অর্ডিনেটর ও ফটোগ্রাফার কাজী শান্ত, আফসারা তাসনিম, ফটোগ্রাফার ফারদিন প্রতিক, মিউজিক অ্যান্ড ডিজে ইনচার্জ মেহেদী ইকরাম (বিকো) প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এমআরএম/জেডএস