আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের খরমপুর বাইপাস এলাকা থেকে আমদানি নিষিদ্ধ ১০ বোতল ভারতীয় এসকফ সিরাপসহ আমেনা বেগম (২৮) নামে এক নারী পাচারকারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে তাকে আটক করা হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ইসমত আরা এনি বাংলানিউজকে জানান, অটোরিকশায় করে এক নারী মাদকের একটি চালান নিয়ে যাচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সকালে আখাউড়া থানা পুলিশের একটি দল খরমপুর বাইপাস এলাকায় অভিযান চালায়। এ সময় ওই অটোরিকশায় তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ১০ বোতল ভারতীয় এসকফ সিরাপ উদ্ধার করে। পরে অটোরিকশার যাত্রী আমেনা বেগমকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এএটি/আরএ