ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে আয়কর মেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
নীলফামারীতে আয়কর মেলার উদ্বোধন

নীলফামারী: নীলফামারীতে তিন দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার দুপুরে নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মমতাজুল হক।



সেখানে বক্তব্য রাখেন- নীলফামারী চেম্বার সভাপতি এস এম সফিকুল আলম ডাবলু, কর অঞ্চল রংপুরের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আব্দুস সহিদ কবির ও নীলফামারীর করদাতা রকিবুল আলম চৌধুরী।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর অঞ্চল রংপুর সার্কেল-৪ নীলফামারীর অতিরিক্ত সহকারী কর কমিশনার মফিজুল ইসলাম।

সহকারী কর কমিশনার মফিজুল ইসলাম জানান, তিনদিনের মেলায় আয়কর রিটার্ন দাখিল, ই-টিন রেজিস্ট্রেশন ও কর প্রদানের পরামর্শ প্রদান ছাড়াও কর বিষয়ক নানা তথ্যাদি নিতে পারবেন আগ্রহীরা।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।