ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

মায়ের পাশে থেকে পানিতে তলিয়ে গেল যমজ সন্তান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
মায়ের পাশে থেকে পানিতে তলিয়ে গেল যমজ সন্তান

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামে পানিতে ডুবে সাদু মিয়া ও নওয়ালী নামে যমজ ভাই-বোনের মৃত্যু হয়েছে। তাদের বয়স দেড় বছর।



শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার দেওঘর ইউনিয়নে কাগজী গ্রামে এ ঘটনা ঘটে।

তারা ওই গ্রামের হুমায়ন কবিরের সন্তান।

অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক গোবিন্দ চন্দ্র দত্ত বাংলানিউজকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, আজ (শনিবার) সকালে সাদু ও নওয়ালীর মা কাপড় ধুতে নদীর ঘাটে যান। এ সময় তার অজান্তেই সাদুও মায়ের পিছে পিছে নদীর ঘাটে যাওয়ার সময় বর্ষায় জমা পানিতে পড়ে যায় সে। বাড়ি ফিরে সাদুকে না পেয়ে খোঁজার সময় বাড়ির পাশে তার মরদেহ ভাসতে দেখা যায়।

প্রতিবেশীরা সাদুর মরদেহ উদ্ধার করতে গেলে এ সময় নওয়ালীও পানিতে ডুবে মারা যায়, জানান তারা।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।