নওগাঁ: নওগাঁর পোরশা উপজেলায় সাপের কামড়ে হাবিবা খাতুন (২৭) নামে এক নারী ও মাসুম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সরাইগাছি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবা খাতুন সরাইগাছি মোড় এলাকার সাব্বির আলমের স্ত্রী এবং মাসুম তার ভাগ্নে।
সাব্বির আলম বাংলানিউজকে জানান, রাতে ভাগ্নে মাসুমকে নিয়ে হাবিবা আলাদা একটি ঘরে ঘুমাচ্ছিলেন। ভোরে সাপে কামড় দিলে চিৎকার দিয়ে জ্ঞান হারায় তারা।
চিৎকার শুনে তাদের ঘরে গিয়ে বালিশের কাছে একটি গোখরা সাপ দেখতে পাওয়া যায়। হৈচৈ শুনে সাপটি গর্ত দিয়ে পালিয়ে যায়। পরে, উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন কামাল বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এমজেড