মধুপুর(টাঙ্গাইল): ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
টিআইবি’র সচেতন নাগরিক কমিটি-সনাক উপজেলা প্রসাশনের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করে।
![](files/rally__169513787.jpg)
টিআইবি’র এরিয়া ম্যানেজার হাবিবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল মালেক।
সেখানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, অধ্যক্ষ বজলুর রশীদ খান, সনাক সভাপতি ডা. মীর ফরহাদুল আলম মনি, সহ-সভাপতি এস.এম শহীদ, সদস্য শ্রীকুমার গুহ নিয়োগী রানা প্রমুখ।
উপস্থিত ছিলেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন, আদিবাসী নারী নেত্রী মারিয়া চিরান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
পিসি/