ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে র‌্যালি

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মধুপুর(টাঙ্গাইল): ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

টিআইবি’র সচেতন নাগরিক কমিটি-সনাক উপজেলা প্রসাশনের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করে।



শনিবার(১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে স্থানীয় শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, উন্নয়ন সংগঠন কর্মী ও ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট-ইয়েস সদস্যদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা চত্বর থেকে মধুপুর বাসস্ট্যান্ড প্রদক্ষিণ উপজেলা পরিষদে আলোচনা সভায় মিলিত হয়।

টিআইবি’র এরিয়া ম্যানেজার হাবিবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল মালেক।

সেখানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, অধ্যক্ষ বজলুর রশীদ খান, সনাক সভাপতি ডা. মীর ফরহাদুল আলম মনি, সহ-সভাপতি এস.এম শহীদ, সদস্য শ্রীকুমার গুহ নিয়োগী রানা প্রমুখ।

উপস্থিত ছিলেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন, আদিবাসী নারী নেত্রী মারিয়া চিরান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।