ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

বঙ্গোপসাগরে দস্যুদের হামলায় জেলে নিহত, গুলিবিদ্ধ ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
বঙ্গোপসাগরে দস্যুদের হামলায় জেলে নিহত, গুলিবিদ্ধ ২০ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: ভোলার চরফ্যাশনের বঙ্গোপসাগরের কালকিনী এলাকায় জেলেদের ট্রলারে দস্যুদের হামলায় একজন নিহত এবং ৩টি ট্রলারে অন্তত ২০ জেলে গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) গুরুতর আহতাবস্থায় গুলিবিদ্ধ ২০ জেলে ও নিহত সিডু মাঝির (৪০) মরদেহ নিয়ে দৌলতখান এসে পৌঁছায় অন্য জেলেরা।



দস্যুর গুলিতে নিহত সিডু মাঝি উপজেলার ভবানীপুর এলাকার আজগর মাঝির ছেলে। পুলিশ মরদেহ  উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে মোসলেউদ্দিন, মিজান, মেজবা, রফিক, নুরুল ইসলাম ও শাহ আলম নাম পাওয়া গেছে। তাদের দৌলতখান, ভোলা ও বরিশাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও আহত জেলেরা জানান, শুক্রবার সন্ধ্যায় দৌলতখানের মোসলেউদ্দিন, সিরাজ উদ্দিন ও ইব্রাহিমের মালিকাধীন ট্রলারের মাঝিরা দস্যুদের কবলে পড়েন। দস্যুরা আতর্কিত হামলা ও গুলি চালালে সিডু মাঝি ঘটনাস্থলেই মারা যায়। বাকিরা গুলিবিদ্ধ হন।

এছাড়াও এফবি রাফিন নামের একটি ফিশিং ট্রলার ডুবে গেলেও ওই বোটের জেলেদের উদ্ধার করা হয়েছে।

আহত জেলে রফিক ও মোসলেউদ্দিন জানান, ডাকাতরা কমপক্ষে ৫/১০টি ট্রলারে হামলা চালিয়েছে। তাদের গুলিতে অন্তত ৩০জন গুলিবিদ্ধ হয়েছে। কোনো রকম প্রাণ নিয়ে জেলেরা পালিয়ে এসেছেন। হঠাৎ করেই ডাকাতির ঘটনায় সবাই আতঙ্কিত। ডাকাতির শিকার অন্য জেলেরাও ফিরতে শুরু করেছেন।

এদিকে, শনিবার সকালে নিহত সিডুর মরদেহ নিয়ে আসা হলে সেখানে ভীড় জমায় অন্য জেলেরা। এসময় সিডুর পরিবারের সদস্যদের কান্নায় সেখানকার পরিবেশ ভারী হয়ে উঠে। সাগরে টাকা উপার্জনের আশায় মাছ শিকারের গিয়ে নিষ্প্রাণ হয়ে ফিরে আসতে হলো সিডুকে।
 
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, পুলিশ নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনা কবলিত থানাধীন এলাকায় হত্যা মামলা দায়েখ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।