নেত্রকোনা: নেত্রকোনায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানে ঢুকে গেলে টিটন মিয়া (২৫) নামে এই বাসের হেলপারের মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নে বাগড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ১০ জন বাসযাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে আবুল মিয়া (৫৫), হাবলু মিয়া (৫০), ইউনুস (৪৫), নয়ন মিয়া (৪৫) ও শুক্কুর আলীর (২২) নাম জানা গেছে।
নিহত বাস হেলপার টিটন চল্লিশা নুরুলিয়া গ্রামের মঞ্জুরুল মিয়ার ছেলে।
নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আওয়াল সরদার বাংলানিউজকে জানান, নেত্রকোনা থেকে হজ যাত্রী নিয়ে ওই বাসটি ঢাকার উদ্দেশে যাত্রা করে। চল্লিশা এলাকার বাগড়া বাজারে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ঢুকে যায়। এতে বাসের হেলপার টিটন ঘটনাস্থলেই মারা যায়।
বাসের মধ্যে নুরুলিয়া গ্রামের আব্দুর রহিম (৫২), তসলিম খাঁ (৫০), পৌর শহরের চকপাড়া এলাকার রইছ মিয়াসহ (৪৮) আটজন হজ যাত্রী ছিলেন। তবে, তাদের মধ্যে কেউ আহত হয়নি। পরে, তাদের ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান এসআই।
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এমজেড