লালমনিরহাট: তিন বছর ভারতে কারাভোগ শেষে দেশে ফেরত পাঠানো হয়েছে চার বাংলাদেশিকে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশনে তাদের হস্তান্তর করে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন, নীলফামারীর ডিমলা উপজেলার আব্দুল হকের ছেলে ফজলুল হক (৩০), ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার আব্দুল খালেকের ছেলে সাদ্দাম হোসেন (২২), সুনামগঞ্জের দিরাই উপজেলার আব্দুল মালিকের ছেলে নুর উদ্দিন (৩০) ও একই উপজেলার সাহেব আলীর ছেলে রাজা মিয়া (৩৭)।
বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, অবৈধ অনুপ্রবেশের কারণে তারা ভারতের বিভিন্ন কারাগারে সাজাভোগ করেন।
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এসআর