ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

গাংনীতে মা সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
গাংনীতে মা সমাবেশ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার পশ্চিম মালশাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দিনব্যাপী মা সমাবেশ অনুষ্ঠিত হয়।



সেভ দ্য চিলড্রেনের আর্থিক সহায়তায় স্থানীয় পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি ও বিদ্যালয় ম্যানেজিং কমিটি এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে পশ্চিম মালশাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ পারভীন বিদ্যালয়ের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে স্বাগত বক্তব্য রাখেন।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালনা পর্ষদের সভাপতি মুক্তিযোদ্ধা আমিরুল ইসলামের সভাপতিত্বে মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদের সংরক্ষিত নারী সদস্য সেলিনা আক্তার বানু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিএফএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল হেলাল, পৌর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুজ্জামান, গাংনী পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, জেলা যুবলীগের সাবেক সহসভাপতি মাহমুদ পলাশ, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির শিশু উন্নয়ন প্রকল্প পরিচালক শুনীল  কুমার রায়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রকিবুল ইসলাম, মহিবুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।