ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

হাওরে নিখোঁজ জেলের মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
হাওরে নিখোঁজ জেলের মৃতদেহ উদ্ধার ছবি : প্রতীকী

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ট্রলার ডুবিতে নিখোঁজ আনু মিয়া (৩৫) নামে এক জেলের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার ডুবি হাওর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।


 
মৃত আনু মিঠামইন উপজেলার গোপদীঘি ইউনিয়নের পশ্চিম শরিফপুর গ্রামের খুর্শিদ মিয়ার ছেলে।
 
স্থানীয়রা জানায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে পশ্চিম শরিফপুর গ্রামের নয় জেলে একটি ইঞ্জিন চালিত নৌকা নিয়ে উপজেলার দৌলতপুর হাওরে মাছ ধরতে যান। ভোরে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় অন্য জেলেরা সাঁতার কেটে বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন। কিন্তু আনু মিয়া নিখোঁজ হন।  
 
পরে, দুপুরে ডুবি হাওরে একটি ভাসমান মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। পরে, পরিবারের লোকজন মৃতদেহটি নিখোঁজ জেলে আনুর বলে শনাক্ত করেন।
 
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।