ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে বেতার শিল্পীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
ঠাকুরগাঁওয়ে বেতার শিল্পীদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রের সব শিল্পীদের সম্মানী বৃদ্ধি ও বেতারে কর্মরত অনিয়মিত যন্ত্র শিল্পীদের চাকরি স্থায়ী করার দাবিতে মানববন্ধন করেছেন বেতার শিল্পীরা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে অনিয়মিত যন্ত্র শিল্পী সংস্থার ব্যানারে শহরের চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।



ঘণ্টাব্যাপী মানববন্ধনে বেতারের শিল্পীসহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা অংশ নেন।

মানববন্ধনে অনিয়মিত যন্ত্র শিল্পী সংস্থার সভাপতি মুসা রাখালের সভাপতিত্বে সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা শাখার সাধারণ সম্পাদক পার্থ সারথী দাস ও স্থানীয় উদীচী’র সভাপতি সেতারা বেগমসহ অন্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সব ক্ষেত্রে বর্তমান সরকার আন্তরিক, আমরা আশা করছি, আমাদের দাবি সরকার মেনে নেবে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।