নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ভেজাল এনার্জি ড্রিংকস তৈরির কারখানার মালিকসহ তিন জনকে আটক করেছে পুলিশ। এ সময় ওই কারখানা থেকে বিপুল পরিমাণ বোতলজাত এনার্জি ড্রিংকস ও তৈরির বিভিন্ন উপাদান জব্দ করা হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার চৌমুহনী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে, দুপুরে আটক তিন জনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার সোনাইমুড়ি উপজেলার বগাদিয়া এলাকার আব্দুর রহমানের ছেলে শাহজাহান (৪০), একই উপজেলার নাটেশ্বর ইউনিয়নের মমিন উল্লাহর ছেলে শাহাদাত হোসেন (৩৪) ও সদর উপজেলার জাফর আহমেদের ছেলে শফিকুর রহমান (২৬)।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, উপজেলার চৌমুহনী বাজারের উত্তর গণিপুর এলাকার সোলায়মান মিয়ার বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে একটি চক্র বিভিন্ন ধরনের ভেজাল এনার্জি ড্রিংকস তৈরি ও বাজারজাত করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে সকালে কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এনার্জি ড্রিংকস ও তৈরির উপাদান জব্দ করা হয়। এ সময় কারখানার মালিকসহ তিন জনেক আটক করা হয়।
পরে, নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা খন্দকার রেজাউল করিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক তিন জনকে এক বছর করে কারাদণ্ড দেন। এছাড়া, জব্দ করা মালামাল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এমজেড