মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় কাঠ পাচারকালে বনকর্মীদের গুলিতে পাঁচ পাচারকারী আহত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার রাজকান্দি বনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- আমির আলী (২২), নছির আলী (২৩), আজির উদ্দিন (৩০), সুন্দর মিয়া (৩৬) ও হালিম মিয়া (২৪)।
আহতরা কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজকান্দি এলাকার বাসিন্দা। তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোলেমান মিয়া।
তিনি জানান, ভোরে রাজকান্দি বন থেকে কাঠ পাচার করা হচ্ছে -এমন সংবাদে ঘটনাস্থলে গিয়ে বনকর্মীরা পাচারকারীদের ধাওয়া করে। এ সময় পাচারকারীরা হামলার চেষ্টা চালালে বনকর্মীরা আত্মরক্ষার্থে গুলি চালায়। এতে পাঁচ কাঠ পাচারকারী গুলিবিদ্ধ হন। পরে, তারা ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্চ কর্মকর্তা মালেকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এমজেড