ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে যুবককে গুলি করে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
রাজধানীতে যুবককে গুলি করে হত্যা

ঢাকা: রাজধানীর কদমতলীতে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মো. সোহেল (২২) নামে ওই যুবককে কদমতলীর একটি বাসার ছাদে নিয়ে হত্যা করা হয়েছে।



শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ওই এলাকার ৬৭৪নং ঋিষিপাড়ার একটি বাসার এক তলার ছাদে এ ঘটনা ঘটে।

জানা যায়, সোহেলের বাবার নাম মো. জাহাঙ্গীর। তিনি মুদি দোকানি। তাদের বর্তমান ঠিকানা কদমতলীর পোকারবাজারে। এছাড়া গ্রামের বাড়ি চাঁদপুর জেলার উত্তর মতলবে।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বাংলানিউজকে বলেন, ওই যুবকের মাথায় গুলি ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের নাম পেয়েছি। দ্রুতই তাদের ধরা হবে। তবে তদন্তের স্বার্থে ও তাদের আটকের জন্য নাম-পরিচয় বলা যাচ্ছে না।

তিনি জানান, তবে খুনিরা এই এলাকারই। এছাড়া নিহত সোহেল কিছু দিন আগে জেল থেকে বের হন।

বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার স্যালিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিডফোর্ড হাসপাতাল) নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫, আপডেট ১৮২৬ ঘণ্টা
এজেডএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।