রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মাদকসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চাঁপাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- গোদাগাড়ী উপজেলার আঁচুয়াভাটা গ্রামের নাসির হোসেন (৩৬) ও সাব্দিপুর গ্রামের রফিকুল ইসলাম (৪০)।
রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে অবস্থান নেন।
পরে গোদাগাড়ীর চাঁপাল এলাকায় যানবাহনে তল্লাশি চালিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ২৬৫ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইন উদ্ধার করেন।
এ সময় মাদক ব্যবসায় জড়িত থাকার দায়ে তাদের দু’জনকে আটক করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এসএস/এমএ