ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

নারী কৃষকদের অধিকার বিষয়ে কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
নারী কৃষকদের অধিকার বিষয়ে কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: খাদ্য নিরাপত্তায় নারী কৃষকদের অধিকার সংরক্ষণে জাতীয় প্রচারাভিযান বিষয়ে রাজশাহীতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বেসরকারি সংস্থা অক্সফামের সহায়তায় ‘সমষ্টি’ এ কর্মশালার আয়োজন করে।



সমষ্টির পরিচালক মীর মাসরুর জামানের পরিচালনায় কর্মশালায় উদ্বোধনী বক্তব্য দেন অক্সফামের অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর মোজাহিদুল ইসলাম নয়ন।

কৃষিতে নারীদের অংশগ্রহণের প্রতিবন্ধকতা এবং উত্তরণের বিষয়ে আলোচনা করেন বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার পরিচালক ফয়জুল্লাহ চৌধুরী এবং কৃষক জুলেখা বেগম।

কর্মশালায় খাদ্য নিরাপত্তায় নারীর অবদান, কৃষিতে নারীর অবদান ও স্বীকৃতি, গণমাধ্যমের করণীয়, নারী কৃষকদের বিষয়ে ইস্যুভিত্তিক রিপোর্টিং এবং প্রতিবেদন পরিকল্পনা প্রণয়ন বিষয়ে আলোচনা হয়।

কর্মশালায় জাতীয় এবং আঞ্চলিক গণমাধ্যমের ২৪জন প্রতিনিধি অংশ নেন।

কর্মশালায় সার্বিক ‍সহায়তা করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।