ধুনট(বগুড়া): বগুড়ার ধুনটে ২৬ পিস ইয়াবাসহ নয়া মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার(১৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ধুনট উপজেলার নান্দিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পঞ্চনন্দ সরকার বাংলানিউজকে জানান, নয়া মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। শনিবার দুপুরের দিকে বগুড়া শহর থেকে ইয়াবা কিনে বাড়ির দিকে ফেরার সময় তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
পিসি