ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

মাদ্রাসা মাঠে বিএনপির সম্মেলন, ক্লাস বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
মাদ্রাসা মাঠে বিএনপির সম্মেলন, ক্লাস বন্ধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার একটি মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে মাদ্রাসায় কোনো ক্লাস অনুষ্ঠিত হয়নি।



শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে স্থানীয় তরফবাজিত দ্বি-মুখী দাখিল মাদ্রাসা চত্বরে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থী-অভিভাবকদের অভিযোগ, উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে মাদ্রাসা চত্বরে সামিয়ানা টাঙ্গিয়ে মঞ্চ তৈরি করা হয়। এছাড়া প্রধান ফটক থেকে শুরু করে মাদ্রাসার দেয়াল ও বারান্দায় ব্যানার, ফেস্টুন এবং পোস্টার লাগানো হয়।

পরে মাদ্রাসার দুটি ক্লাসরুমে কাউন্সিলরদের নিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত থাকলেও কোনো ক্লাস হয়নি।

সাদুল্যাপুর উপজেলা বিএনপির সভাপতি ছামছুল হাসান ছামছুলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. গাউসুল আজম ডলার ও বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান।

সুমন ও সাবিনাসহ একাধিক শিক্ষার্থী জানায়, সকালে তারা ক্লাস করতে আসে। কিন্তু মাদ্রাসা চত্বরে অনুষ্ঠিত সম্মেলন ও মাইকের আওয়াজে শিক্ষার পরিবেশ না থাকায় তারা বাড়ি ফিরে যায়।  

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক মাদ্রাসা শিক্ষক বাংলানিউজকে জানান, বিএনপির সম্মেলনের কারণে ক্লাস নেওয়া সম্ভব হয়নি।

মাদ্রাসা সুপার ফারায়েজ হোসেন জানান, মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে লিখিত কিংবা মৌখিক আবেদন-অনুমতি ছাড়াই সম্মেলনের আয়োজন করে উপজেলা বিএনপি।

সাদুল্যাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম মাহাবুবুল আলম জানান, তিনি বিষয়টি জানেন না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।