ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে ফেনসিডিলসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
বড়াইগ্রামে ফেনসিডিলসহ আটক ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় অভিযান চালিয়ে ১১৫৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।  
 
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বড়াইগ্রাম উপজেলার  রাজাকার মোড় এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক থেকে এসব উদ্ধার করা হয়।


 
এ ঘটনায় রাসেদুল নামে ফেনসিডিল বহনকারী ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে। রাসেদুল ঝিনাইদহ জেলার মহেষপুর উপজেলার যাদবপুর গ্রামের আরশেদ আলী মণ্ডলের ছেলে।  
 
র‌্যাব জানায়, ট্রাকে বিশেষ কায়দায় ফেনসিডিল রেখে তার উপরে সবজি বোঝাই করে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছিল -গোপন এ সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে রাজাকার মোড়ে অভিযান চালায় র‌্যাব-৫ বাঘমারা ক্যাম্পের সদস্যরা।  
 
এ সময় ট্রাক থেকে ১১৫৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকের হেলপার রাসেদুলকে আটক করলেও ট্রাকের চালক পালিয়ে যান।  
 
র‌্যাব-৫ বাগমারা ক্যাম্পের ইনচার্জ নাসের আল জামাল বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫   
এমজেড 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।