ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

ভেজাল তেল তৈরির দায়ে ৪ ব্যবসায়ীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
ভেজাল তেল তৈরির দায়ে ৪ ব্যবসায়ীর কারাদণ্ড

ফেনী: ভেজাল তেল তৈরি ও বিক্রির দায়ে ফেনীতে চার ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  
 
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ফেনী বড়বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী ও জানে আলম এসব আদেশ দেন।


 
দণ্ডপ্রাপ্তদের মধ্যে গ্রামীণ ফুড প্যাকেজিংয়ের সত্ত্বাধিকারী বল দেব নাথ ও চৌধুরী ট্রেডার্সের মালিক মুলকেতুর রহমানকে ছয় মাস করে এবং রাজমুকুট ফুড প্যাকেজিংয়ের সত্ত্বাধিকারী মেসবাহ উদ্দিন ও জাহিদ ফুড প্যাকেজিংয়ের মালিক ইমাম হোসেনকে ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
 
এছাড়া, এসব প্রতিষ্ঠান থেকে জব্দ করা ৪২০০ লিটার ভেজাল তেল ধ্বংস করা হয়েছে।  
 
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কমান্ডার মেজর মোজাম্মেল হোসেন। তিনি বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।