ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

কালোবাজারে টিকিট বিক্রির দায়ে যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
কালোবাজারে টিকিট বিক্রির দায়ে যুবকের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে সোহেল মিয়া (২৫) নামে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  
 
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে অভিযান চালিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ এ দণ্ডাদেশ দেন।


 
দণ্ডপ্রাপ্ত সোহেল শহরের মৌড়াইল মহল্লার ফরিদ মিয়া ছেলে।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ বাংলানিউজকে জানান, সোহেলকে ঢাকাগামী মহানগর প্রভাতী ট্রেনের চারটি টিকিটসহ আটক করা হয়। পরে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।