ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

ফেনীতে শিক্ষকদের কর্মবিরতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
ফেনীতে শিক্ষকদের কর্মবিরতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীতে দুই দিনব্যাপী পূর্ণদিবস কর্মবিরতি পালন শুরু করেছেন জেলার সব সরকারি কলেজ ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষকরা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) শিক্ষকরা ক্লাস বর্জন করে ও শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে কর্মবিরতি পালন করেন।



ফেনী সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান জানান, সারাদেশে শিক্ষকদের সঙ্গে মিল রেখে তারা ১৯ ও ২০ সেপ্টেম্বর কর্মবিরতি পালন করবেন।
 
অষ্টম জাতীয় পে-স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল ও অন্যান্য ক্যাডারের সঙ্গে সমতাপূর্ণ সুবিধাসহ বিভিন্ন দাবিতে শিক্ষকরা এ কর্মসূচি পালন করছেন।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।