খুলনা : খুলনায় প্রথমবারের মতো তিনদিন ব্যাপী বিবাহ মেলা শুরু হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল।
পারপেল বার্ড এবং আর্টিসম নামের দুইটি ফটোগ্রাফি এবং ইভেন ম্যানেজমেন্ট ফার্মের আয়োজনে নগরীর হোটেল ক্যাসল সালামের ব্যাংকোয়েট হলে এ মেলার আয়োজন করা হয়েছে।
পারপেল বার্ডের সিইও এস. এম. ইমরান হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন আর্টিসমের সিইও তাহমিদ আহমেদ।
এতে অতিথি ছিলেন, মাছরাঙ্গা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মোস্তফা জামাল পপলু। পরে অতিথিরা মেলার স্টল ও আয়োজনসমূহ পরিদর্শন করেন। এছাড়া এতে উপস্থিত ছিলেন, পারপেল বার্ডের ডিরেক্টর আশফাকুর রহমান ফাহিম, রিজিওনাল ইনচার্জ নূর এ নিয়াজ শুভ, রিজিওনাল ইনচার্জ ও অপারেশন এক্সিকিউটিভ সাজজিদ আহমেদ, মিডিয়া কো-অর্ডিনেটর ও টপ ফটো গ্রাফার কাজী শান্ত, টপ ফটো গ্রাফার আফসারা তাসনিম, টপ ফটো গ্রাফার ফারদিন প্রতিক, মিউজিক অ্যান্ড ডিজে ইনচার্জ মেহেদী ইকরাম (বিকো) প্রমুখ।
মেলার উদ্দেশ্য তুলে ধরে আয়োজকরা জানান, মেলার উদ্দেশ্য হলো খুলনাবাসীকে প্রথম বারের মতো বিবাহ সম্পর্কিত সকল উপকরণের একত্রে সমাহার উপহার দেওয়া। বিবাহ একটি পবিত্র যাত্রা, একটি দম্পতির একত্রে পবিত্র যাত্রার সূচনাকালে সকল প্রয়োজনীয় উপকরণের সহজ সন্ধান ও সমাধান দেওয়া। বিবাহ অনুষ্ঠান আয়োজনে সকল দায়িত্ব নিশ্চিন্ত এবং নির্বিঘ্নে আয়োজনকারী প্রতিষ্ঠান সমূহকে প্রদানের প্রয়োজনীয়তা ও বিশ্বস্ততা সম্পর্কে অবহিত করার জন্যে এ আয়োজন।
আমরা দীর্ঘদিন ধরে ফটোগ্রাফি, ভিডিও, এডিটিং, ইভেন্ট ম্যানেজমেন্ট, স্টেজ ডিজাইন, লাইটিং, ডিজেসহ বিভিন্ন সৃজনশীল কাজে সম্পৃক্ত রয়েছি। এই কাজে খুলনার এক ঝাঁক তরুণ ও উদ্যোমী কর্মী আজ সারাদেশে কাজ করে চলছে। তারই ধারাবাহিতকায় আমাদের এ কাজকে সকলের সামনে তুলে ধরতে খুলনায় প্রথম বারের মতো ‘বিবাহ মেলা’র ব্যতিক্রম উদ্যোগ নিয়েছি।
বিবাহ মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। এছাড়া এ মেলায় কোনো প্রবেশ ফি নেই বলেও জানান তারা।
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এমআরএম/বিএস