রাজশাহী: পবিত্র ঈদ-উল-আজহায় কোরবানির পশুর হাট, মার্কেটসমূহে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ লাইনস অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
আরএমপি’র অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দিন সভায় প্রধান অতিথি ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরএমপি’র উপকমিশনার (সদর) তানভির হায়দার চৌধুরী, উপপুলিশ কমিশনার (পশ্চিম) নাহিদুল ইসলাম, মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের এডিসি আতিকুর রহমান, রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফার ইয়াসমিন প্রমুখ।
সভায় আরএমপি’র অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দিন জানান, ঈদকে সামনে রেখে মহানগর ও এর আশপাশের এলাকায় গরু-ছাগলের হাট বসানো হয়েছে। সেখানে পাকেটমার, অজ্ঞান পার্টির খপ্পর থেকে সাধারণ মানুষতে বাঁচতে প্রতিটি বড় হাটে পুলিশ কন্ট্রোল রুম বসানো হয়েছে।
এছাড়া ঈদ উপলক্ষে শহরের যানজট বেড়ে যাওয়ায় ট্রাফিকিং ব্যবস্থার উন্নতি করার চেষ্টা চলছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকারি গরু ব্যবসায়ীরা যাতে নিরাপদে ব্যবসা করতে পারেন সেদিকে লক্ষ্য রাখতে আরএমপির সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এসএস/আইএ