ময়মনসিংহ: ঢাকার রামপুরা এলাকায় পাচারকারী সন্দেহে অদম্য বাংলাদেশ ফাউন্ডেশনের চার সেচ্ছাসেবীকে গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন করেছে ‘তারুণ্য’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে শহরের ঐতিহাসিক ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এ মানববন্ধন অনুষ্টিত হয়।
এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আল-মাকসুদুল হাসান, তারুণ্যকর্মী মুস্তাফিজ, উবায়দুল, প্রিয়ম, পরিজাত প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, যারা পথ শিশুদের শিক্ষিত মানুষ হিসেবে বাঁচতে শেখান, যারা নিজের খরচের টাকা বাঁচিয়ে ওইসব শিশুদের মুখে হাসি ফোটান, তাদের বিরুদ্ধে শিশু পাচারের মামলা দেওয়া হয়েছে।
অবিলম্বে গ্রেফতার চার স্বেচ্ছাসেবীকে মুক্তি দিয়ে শিশুদের কাছে ফিরিয়ে দেওয়া হোক বলে দাবি জানান সংগঠনের নেতারা।
গত ১২ সেপ্টেম্বর রাজধানীর রামপুরা এলাকার একটি আবাসিক ভবন থেকে শিশু পাচারকারী সন্দেহে আরিফ, জাকিয়াসহ চার সেচ্ছাসেবীকে গ্রেফতার করে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এসএস