ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে হচ্ছে ভাষা আন্দোলনের শহীদ মিনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
রাজশাহীতে হচ্ছে ভাষা আন্দোলনের শহীদ মিনার ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

রাজশাহী: ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে রাজশাহীতে শহীদ মিনার নির্মিত হচ্ছে। বায়ান্নোর ভাষা আন্দোলনের উত্তাল দিনগুলোতে রাজশাহী কলেজ মেইন হোস্টেলের ফটকে যে স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছিল সেখানেই নির্মিত হচ্ছে ‘দেশের প্রথম’ এই শহীদ মিনার।



শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সদর আসনের সংসদ সদস্য (এমপি) ফজলে হোসেন বাদশা শহীদ মিনার নির্মাণে ৫০ লাখ টাকা বরাদ্দের চিঠি রাজশাহী কলেজ কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠ‍ানিকভাবে হস্তান্তর করেছেন।

উন্নয়ন কর্মকাণ্ডের জন্য এমপিদের জন্য বরাদ্দ তহবিল থেকে এ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

ফজলে হোসেন বাদশা বলেন, মহান ভাষা আন্দোলন স্মরণে দেশের প্রথম স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছিল রাজশাহী কলেজে। এটি একটি ইতিহাস। আর এই ইতিহাসকে প্রতিষ্ঠিত করতেই এখানে শহীদ মিনার নির্মাণ করা হচ্ছে।

তিনি জানান, শহীদ মিনারের উচ্চতা হবে ৫২ ফুট। এর বাস্তবায়ন করবে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।

এ সময় অন্যদের মধ্যে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান, রাজশাহী শিক্ষাবোর্ডের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর তানবিরুল আলম, রাসিকের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু, রাসিক প্রধান প্রকৌশলী আশরাফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এসএস/ এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।