বরগুনা: নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বরগুনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নাগরিক কমিটি। এসময় বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল ইসলামের কুশপুতুল দাহ করে ক্ষুব্ধ জনতা।
শনিবার(১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বরগুনা প্রেসক্লাব চত্বরে নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির হোসেন কামালের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন বরগুনার সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মো. শাহজাহান, মুক্তিযোদ্ধা ও শ্রমিক ফেডারেশনের সভাপতি সুখরঞ্জন শীল, মুক্তিযোদ্ধা কমরেড আবদুল হালিম, প্রেসক্লাব সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য চিত্ত রঞ্জন শীল, খেলাঘরের সাধারণ সম্পাদক মুশফিক আরিফ, উন্নয়ন কর্মী ডেবিট শিকদার ও ইসমাইল হোসেন প্রমুখ।
শুক্রবার(১৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে শনিবার(১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত একটানা ৩৩ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বরগুনা।
বরগুনার বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল ইসলাম বাংলানিউজকে বলেন, বজ্রপাতে পিন ইনসুলেটর ফেটে গিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে বরগুনা। লাইন দীর্ঘ হওয়ায় খুঁজে বের করতে সময় লাগছে। কোন খুঁটির পিন ইনসুলেটর ফেটে গেছে তা পাওয়া যায়নি। তাই কখন বিদ্যুৎ দেওয়া যাবে সে বিষয়ে কিছু বলা যাচ্ছে না।
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
পিসি