খুলনা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ব্যবস্থাপনায় নগরীর জোড়াগেটে কোরবানির পশুর হাট শুরু হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান নগরীর জোড়াগেটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনকালে সিটি মেয়র পশু কেনা-বেচায় প্রায় সব ধরনের সুব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে বলেন, এবারও নগরবাসী হাটে নির্বিঘ্নে পশু কিনতে পারবেন।
তিনি হাট ব্যবস্থাপনায় নিয়োজিত কেসিসি’র সব কর্মকর্তা-কর্মচারীদের সেবামূলক মনোভাব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
প্রতি বছরের মতো এবারও হাটে ক্রেতা-বিক্রেতাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ও সুব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ, ম্যাজিস্ট্রেট পুলিশ ও র্যাবের সমন্বয়ে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নিশ্চয়তা, বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় জাল নোট সনাক্তকরণ, হাটে আগতদের চিকিৎসা ব্যবস্থা, সার্বক্ষণিক পশু স্বাস্থ্য চিকিৎসার ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে খাবার হোটেলের সু-ব্যবস্থা, বিশুদ্ধ খাবার পানি ও টয়লেটের সু-ব্যবস্থা, কম্পিউটারাইজড পদ্ধতিতে হাসিল আদায়সহ নিরাপদে টাকা লেনদেনের জন্য ব্রাক ব্যাংকের সহযোগিতায় বিকাশের ৪টি বুথ খোলা হয়েছে।
কেসিসি’র কাউন্সিলর মো. শামসুজ্জামান মিয়া স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন বাজার স্থায়ী কমিটির সভাপতি মো. হাফিজুর রহমান মনি।
অন্যদের মধ্যে প্যানেল মেয়র মো. আনিসুর রহমান বিশ্বাস, রুমা খাতুন, কাউন্সিলর মো. শাহাদাৎ মিনা, মো. সাইফুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, মো. ইউনুস আলী সরদার, এস.এম. খুরশিদ আহম্মেদ টোনা, মো. আমিনুল ইসলাম মুন্না, আশফাকুর রহমান কাকন, মো. মাহবুব কায়সার, ইমাম হাসান চৌধুরী ময়না, মো. আলী আকবর টিপু, কে এম হুমায়ুন কবীর, ওয়াহেদুর রহমান দিপু, মো. গিয়াস উদ্দিন বনি, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, সাহিদা বেগম, পারভীন আক্তার, আনজিরা খাতুন, রোকেয়া ফারুক, কেএমপি’র ওসি (ওয়াচ) বি এম শাহজাহান, ওসি (সিটিএসবি) মো. হুমায়ুন কবির, খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আনোয়ার হোসেন সহ কেসিসি’র কর্মকর্তা, কর্মচারী ও নগরীর গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ধন্যবাদ জানান বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ স্থায়ী কমিটির সভাপতি এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর রাবেয়া ফাহিদ হাসনাহেনা।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এমআরএম/এসএস