ভোলা: মেঘনা নদীর ভাঙনের হাত থেকে ভোলার ইলিশা ও রাজাপুরকে রক্ষার দাবিতে উত্তাল হয়ে উঠছে এ দুই এলাকা। এ লক্ষে ঐক্যবদ্ধ বিভিন্ন কর্মসূচি পালন করছেন স্থানীয়রা।
এরই অংশ হিসেবে শনিবার (১৯ সেপ্টেম্বর) তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ‘ইলিশা, রাজাপুর ও ভোলা বাঁচাও সংগ্রাম কমিটি’।
বিকেলে হাজারো মানুষের অংশগ্রহণে মেঘনার ভাঙন থেকে উত্তর ভোলা বাঁচানোর দাবিতে ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কাজ বন্ধের প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভাঙনরোধে পদক্ষেপ না নেওয়া হলে পাউবো কার্যালয় ঘেরাওসহ বৃহত্তর আন্দোলনের আল্টিমেটাম দেয় তারা।
বিকেলে ইলিশা জংশন বাজার থেকে মিছিলটি বের হয়ে ভোলা-লক্ষ্মীপুর-বরিশাল সড়কের ব্যারিস্টার কাঁচারি ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
![](files/September2015/September19/bhola_pic_ML1_379098992.jpg)
পরে জংশনের মধ্য বাজারে সমাবেশে বক্তব্য রাখেন, ‘ইলিশা, রাজাপুর ও ভোলা বাঁচাও সংগ্রাম কমিটি’র সদস্যসচিব ও বাজার কমিটির সাধারণ সম্পাদক নুরে আলম, জাকির হোসেন মঞ্জু, রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, ফিরোজ, সাহাবুদ্দিন, মাওলানা নিজাম উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, মেঘনার গ্রাসে বসতঘর, শিক্ষা প্রতিষ্ঠান, গুচ্ছগ্রাম, ফসলের ক্ষেত, কমিউনিটি ক্লিনিক, ব্যবসা প্রতিষ্ঠান, ফেরি ও লঞ্চঘাট বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানসহ বহু গুরুত্বপূর্ণ স্থাপনা। তাই ভোলাকে রক্ষা করতে হলে ইলিশা-রাজাপুরকে রক্ষা করতে হবে।
বক্তারা অভিযোগ করেন, পাউবো ঠিকমত কাজ না করায় দিন দিন ভাঙনের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। এখন বিনা কারনে ভাঙনরোধে কাজ বন্ধ করে দিয়েছে।
কমিটির সদস্যসচিব নুরে আলম জানান, রোববার সকালে জেলা সদরে আন্দোলন কার্যক্রম শুরু হবে। এদিন লিফলেট বিলি করা হবে। পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ, গণঅনশন, অবরোধ ও জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হবে।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এসআর