বাগেরহাট: বাগেরহাটে মোরেলগঞ্জে ১কেজি গাঁজাসহ হালিম তালুকদার (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টম্বর) সন্ধ্যা ৬টায় মোরেলগঞ্জ উপজেলার সন্ন্যাসী লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
হালিম উপজেলা সদরের কুঠিবাড়ি (মোরেলকুঠি) এলাকার আব্দুল তালুকদারের ছেলে।
সন্ন্যাসী পুলিশ ফাঁড়ি ইনজার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) স্যামা প্রসাদ রায় বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ন্যাসী লঞ্চঘাট এলাকা থেকে ১কেজি গাঁজাসহ হালিম তালুকদারকে আটক করা হয়।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, হালিম পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
পিসি/