চাঁদপুর: খেলাঘর জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব উপলক্ষে চাঁদপুর জেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে।
সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার সম্মানিত মেয়র নাছির উদ্দিন আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ১৮টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ঐকতান, বনানী, নির্ঝর, নবারুণ, নির্ভয়, রক্তরবী, সপ্তর্ষি, শতফুল ও নবফুল খেলাঘর আসরের দুই শতাধিক শিশু-কিশোর ভাই-বোন অংশগ্রহণ করে।
সন্ধ্যায় সমাপনী অধিবেশনে আলোচনা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আবদুস সবুর মন্ডল। প্রধান বক্তা ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবুল ফারাহ্ পলাশ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শামছুন্নাহার, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক সাহাবুল ইসলাম বাবু, কেন্দ্রীয় কমিটির সদস্য নেপাল কৃষ্ণ মজুমদার, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, সম্মিলিত সাংষ্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, ইলিশ উৎসবের রূপকার হারুন আল রশিদ, বিশিষ্ট শিল্পপতি পরেশ চন্দ্র মালাকার।
সভাপতিত্ব করেন খেলাঘর চাঁদপুর জেলা কমিটির সহ সভাপতি জাহাঙ্গীর কবির কাঞ্চন। বক্তব্য দেন জেলা কমিটির সভাপতি মনোতোষ সেনগুপ্ত, সাধারণ সম্পাদক শ্যাম সুন্দর মণ্ডল, সহ সাধারণ সম্পাদক রুমা সরকার, সাংগঠনিক সম্পাদক মৃণাল সরকার প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ সংবর্ধনা দেওয়া হয় খেলাঘর চাঁদপুর জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হোসাইন আহমেদ দুলালকে। বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন অতিথিরা।
সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে খেলাঘরের ভাই-বোনেরা।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এএসআর