টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহতের ঘটনায় ঘাটাইল থানার একজন ও কালিহাতী থানার দুইজন উপপরিদর্শক (এসআই) এবং চার কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় তাদের প্রত্যাহার করে টাঙ্গাইল পুলিশ লাইনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
টাঙ্গাইলের ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) সঞ্জয় সরকার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করছেন। প্রত্যাহার করা পুলিশ সদস্যরা হলেন, ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মনসুব আলী, কনস্টেবল হারুন-অর-রশীদ, লিয়াকত আলী ও কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাসার, সলিম উদ্দিন, কনস্টেবল জিয়াউল হক ও আমিরুল ইসলাম।
এরআগে বিকেল ৪টায় কালিহাতী থানায় পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান সাংবাদিকদের জানান, তিনজন নিহতের ঘটনায় টাঙ্গাইল জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যবিশিষ্ট ও পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে তিন সদস্যবিশিষ্ট পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
১৫ সেপ্টেম্বর কালিহাতীতে ছেলের সামনে মাকে ধর্ষণের প্রতিবাদে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ঘাটাইল-কালিহাতী এলাকাবাসী মিছিল বের করে। এ মিছিলে বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে ঘাটাইল উপজেলার সাতুটিয়া গ্রামের বাসিন্দা ফারুক (৩২), কালিয়া গ্রামের আলহাজের ছেলে শামীম (৩৫) ও কালিহাতী সদরের রবি দাসের ছেলে শ্যামল দাস (১৫) গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এসআর
** অভিযুক্ত পুলিশ সদস্য প্রত্যাহার, দুই তদন্ত কমিটি