মেহেরপুর: মেহেরপুরে চার গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের পৃথক দুই স্থান থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়া এলাকার রিকু শেখ (৪২) ও শিশু বাগান এলাকার মিনাজুল ইসলাম মোল্লা ওরফে ইন্ডিয়া (৪৫)।
পুলিশ জানায়, বিকেলে পৃথক স্থানে অভিযান চালিয়ে দুই গ্রাম করে চার গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
ডিবির উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বাংলানিউজকে জানান, আটক আসামিদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এমজেড