ঢাকা: টাঙ্গাইলের কালিহাতীতে মা ও ছেলেকে নির্যাতনের প্রতিবাদ ও এলাকাবাসীর বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে তিনজন নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এলাকাবাসীর অভিযোগ পুলিশ বিক্ষোভকারীদের ওপর এলোপাথাড়ি গুলি চালিয়েছে। আমরা মনে করি, প্রতিবাদ-বিক্ষোভ মানুষের গণতান্ত্রিক অধিকার। তবে প্রতিবাদে সহিংসতার আশ্রয় নেওয়া অবশ্যই সমর্থনযোগ্য নয়।
অন্যদিকে, আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনীকেও সুনিদির্ষ্ট কিছু মান বজায় রাখতে হবে। আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিক্রিয়া হতে হবে ভারসাম্যপূর্ণ।
বিশেষ করে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও আর্ন্তজাতিক মান বজায় রাখা অবশ্যই কর্তব্য। আইন ও সালিশ কেন্দ্র এ ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছে।
বিজ্ঞপ্তিতে পুলিশের বলপ্রয়োগের মাত্রা ভারসাম্যপূর্ণ ছিল কিনা সে বিষয়ে যথাযথ বিশ্লেষণ জনসমক্ষে হাজির করার দাবি জানানো হয়। সেটা না হয়ে থাকলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও সর্বোপরি নিহত-আহতদের যথাযথ ক্ষতিপূরণের জোর দাবি জানানো হয়।
বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
বিএস