ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীর পল্লবীতে কিশোরীর রহস্যজনক মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
রাজধানীর পল্লবীতে কিশোরীর রহস্যজনক মৃত্যু

ঢাকা: রাজধানীর পল্লবীতে তানিয়া (১৫) নামে এক কিশোরী রহস্যজনকভাবে মারা গেছে। মায়ের অভিযোগ, তার মেয়েকে ধর্ষণের পর গলাটিপে হত্যা করা হয়েছে।



শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কিশোরীর বাবার নাম হেমায়েত শিকদার। বাড়ি বরিশালের মুলাদি উপজেলার রামচর গ্রামে। বর্তমান থাকেন বৃন্দাবন বস্তি, পল্লবী, মিরপুর-১২।

তানিয়ার মা রানু আক্তার বাংলানিউজকে বলেন, আমি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করি। রাত দশটায় বাসায় ফিরে দেখি রুমের দরজায় তালা দেওয়া। ভাবলাম মেয়ে আশপাশে রয়েছে। তাই নাম ধরে ডাকাডাকি করলাম। ডাকে সাড়া না পেয়ে বিকল্প চাবি দিয়ে রুমের তালা খুলে দেখি মেয়ে কম্বল মুড়ি দেওয়া। কম্বল তুলে দেখি তার চেহারা নীল হয়ে গেছে।

তারপর চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয় এবং পাশের একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার ‍অভিযোগ, বাসার পাশের একজন তার মেয়েকে উত্ত্যক্ত করতো। তিনিই ধর্ষণের পর গলাটিপে হত্যা করেছেন তার মেয়েকে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বাংলানিউজকে জানান, তানিয়ার মৃত্যু সংবাদ পেয়েছি। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এজেডএস/এসএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।