দিনাজপুর: শহরের রামনগর মোড় ফুটবল মাঠ এলাকায় এক ব্যবসায়ী হত্যার ঘটনায় জড়িত সন্দেহে মো. সুমন ইসলাম (২৮) নামের এক চা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সুমনকে আটক করায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে কোতয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টায় কালিতলায় দিনাজপুর কোতয়ালি থানায় প্রায় হাজারখানেক মানুষ জড়ো হয়ে বিক্ষাভ করে।
এর আগে সন্ধ্যায় সুমনকে রামনগর মোড়ে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান এশিয়া টি-স্টল থেকে আটক করে কোতয়ালি পুলিশ।
কয়েকজন বিক্ষোভকারীর সঙ্গে কথা বলে জানা যায়, ব্যবসায়ী হত্যায় জড়িত সন্দেহে পুলিশ সুমনকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশের কাছে কোনো ধরনের উপযুক্ত তথ্য-প্রমাণ না থাকলেও তাকে আটক করে। এজন্য এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করেছে।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম খালেকুজ্জামান পিপিএম বাংলানিউজকে বলেন, মোখলেছুর রহমান ধোলা হত্যার ঘটনায় জড়িত সন্দেহে সুমনকে আটক করা হয়েছে। সুমনকে আটকের পর জিজ্ঞাসাবাদ চলছিলো। এমন সময় স্থানীয় কিছু লোকজন তাকে ছেড়ে দেওয়ার দাবি করে। সুমন উক্ত ঘটনায় জড়িত কিনা তা তদন্ত করা হচ্ছে।
তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ০১৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এএ