সাভার (ঢাকা): সাভার থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকার একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সন্ধ্যার পর যাদুরচর এলাকার একটি জঙ্গলে যুবকের বস্তাবন্দি মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কবির বাংলানিউজকে জানান, দু’তিন দিন আগে ওই যুবককে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুম করতে জঙ্গলে ফেলে গিয়ে থাকতে পারে দুর্বৃত্তরা।
এ ঘটনায় সাভার মডেল থানায় এখনও কোনো মামলা দায়ের হয়নি।
বাংলাদেশ সময়: ০২০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এএ