নেত্রকোনা: জেলার মদন হাওরে ট্রলারডুবিতে মাহবুবা নামে চৌদ্দমাস বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। সে খালিয়াজুরী উপজেলার গাজীপুর গ্রামের মাহবুবুল মিয়ার মেয়ে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ট্রলারডুবি হয়।
নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে মাহবুবার ফুফু অ্যামি আক্তার বাংলানিউজকে বলেন, ঈদের কেনাকাটা শেষে মদন থেকে আমার ভাই-ভাবি বাড়ি ফিরছিলেন। সন্ধ্যার পরে ঝড়ো হাওয়ায় চালবোঝাই ট্রলারটি ডুবে যায়। এতে নিখোঁজ হয় মাহবুবা। এসময় ট্রলারে থাকা ভিজিএফের ১০ টন চালও তলিয়ে গেছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ফকরুদ্দিন ট্রলার ডুবির সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ডুবে যাওয়া ওই ট্রলারে মাগান ইউনিয়ন পরিষদের জন্য বরাদ্দ ১০ টন ভিজিএফের চাল ছিলো। মদন উচিতপুর ঘাট থেকে মাগান ইউনিয়নের জয়বাংলা ঘাটে যাচ্ছিলো ট্রলারটি।
বাংলাদেশ সময়: ০২১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এএ