খুলনা: ভারতীয় চ্যানেল জি-বাংলার জনপ্রিয় কমেডি অনুষ্ঠান মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৯ এর খুলনাঞ্চলের বাছাই পর্ব রোববার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।
খুলনা মহানগরীর হোটেল ক্যাসেল সালামে এই অডিশন শুরু হবে সকাল ৯টায়।
খুলনা বিভাগের দশ জেলার প্রতিযোগীর এখানে অডিশন দেবেন। অডিশনের প্রধান বিচারক হিসেবে থাকবেন- জি বাংলার অর্ণব কর্মকার ও পার্থ প্রতিম সরকার। তাদের সহযোগী বিচারক থাকবেন পরশ, জামিল ও সাইদুর রহমান সাঈদ।
একই দিনে চট্টগ্রামেও অডিশন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ০২২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এমআরএম/এএ