দিনাজপুর: বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মঞ্জুরের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আগামী সাত কর্মদিবসের মধ্যে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় এ তদন্ত কমিটি গঠন করেন দিনাজপুর জেলা প্রশাসক খায়রুল আলম। তিনি বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
জেলা প্রশাসক জানান, দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক আবু রায়হান মিয়াকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১৬ সেপ্টেম্বর বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ইয়াবা এনে দেওয়ার সময় বগুড়ার শহরের মোফাজ্জল হোসেনের ছেলে মেহেদী হাসান রবিনকে (২৬) আটক করে স্থানীয় জনতা।
পরে ইউএনওকে জড়িয়ে উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলামের ম্যানেজার সাঈদ সিদ্দিকী মিলন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। যার নম্বর- ১৩।
এ ব্যাপারে ইউএনও রাসেল মঞ্জুর বাংলানিউজকে বলেন, কিছু ঘটনা কেন্দ্র করে উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম এই ইয়াবা নাটক সাজিয়ে আমাকে হেয় করার চেষ্টা করছেন। সুষ্ঠু তদন্ত হলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
বাংলাদেশ সময়: ০৩৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এএ