মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় কাঠ পাচারকালে বনকর্মীদের গুলিতে আহত বাছন আলীর (২৩) মৃত্যু হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত বাছন আলী কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মছদ্দর আলীর ছেলে।
শনিবার ভোরে রাজকান্দি বন থেকে কাঠ পাচারকালে বনকর্মীরা পাচারকারীদের ধাওয়া করে। এ সময় পাচারকারীরা হামলার চেষ্টা চালালে বনকর্মীরা আত্মরক্ষার্থে গুলি চালায়। এতে বাছনসহ পাঁচ কাঠ পাচারকারী গুলিবিদ্ধ হন।
বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এসআর