রংপুর: রংপুরের বদরগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দরিদ্রদের মধ্যে ভিজিএফ-এর চাল বিতরণ শুরু হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার ১০টি ইউনিয়নে ও একটি পৌরসভায় এ কার্যক্রম শুরু হয়েছে, চলবে সোমবার (২১ সেপ্টেম্বর) পর্যন্ত।
জানা যায়, বরাদ্দ দেওয়া চালের মধ্যে পৌরসভায় দেওয়া হয়েছে ৩০ মেট্রিক টন এবং ১০টি ইউনিয়নে ৫৫৩ মেট্রিক টন। এর মধ্যে রামনাথপুর ইউনিয়নে ৫ হাজার ৪০১ জন কার্ডধারির জন্য ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়েছে ৫৪ মেট্রিক টন।
গোপিনাথপুরে ৫ হাজার ৩০০ জন কার্ডধারির জন্য চাল বরাদ্দ ৫৩ মেট্রিক টন। লোহানীপাড়ায় ৫ হাজার ১০০ জন কার্ডধারি জন্য চাল বরাদ্দ ৫১ মেট্রিক টন। কালুপাড়ায় ৫ হাজার ১০০ জন কার্ডধারির জন্য চাল বরাদ্দ ৫১ মেট্রিক টন। কুতুবপুরে ৫ হাজার ১০০ জন কার্ডধারির জন্য বরাদ্দ রয়েছে ৫১ মেট্রিক টন চাল। মধুপুরে ৫ হাজার ৫০০ জন কার্ডধারির জন্য বরাদ্দ ৫৫ মেট্রিক টন চাল।
রাধানগরে ৫ হাজার ১০০ জন কার্ডধারির জন্য বরাদ্দ ৫১ মেট্রিক টন। দামোদরপুরে ৫ হাজার ৬০০ জন কার্ডধারির জন্য বরাদ্দ ৫৬ মেট্রিক টন চাল। বিষ্ণুপুরে ৫ হাজার ৮০০ জন কার্ডধারির জন্য বরাদ্দ ৫৮ মেট্রিক টন চাল। গোপালপুর ইউনিয়নে ৫ হাজার ৫০০ জন কার্ডধারির জন্য বরাদ্দ ৫৫ মেট্রিক টন চাল। বদরগঞ্জ পৌরসভায় ৩ হাজার ৮১ জন কার্ডধারির জন্য বরাদ্দ ৩০ মেট্রিক টন চাল। প্রতিটি কার্ডে ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, সুষ্ঠুভাবে ভিজিএফের চাল গরীর দুস্থদের মাঝে বিতরণ করা হচ্ছে। কার্ডহীন কোনো ব্যক্তিকে চাল দেওয়া হবে না।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
আরএ