ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

ফেনীতে ৫৪ লাখ টাকা আয়কর আদায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
ফেনীতে ৫৪ লাখ টাকা আয়কর আদায় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীতে চারদিনের আয়কর মেলায় ৫৪ লাখ ২৪ হাজার ৩০০ টাকা আদায় করেছে আয়কর অফিস ফেনী অঞ্চল।

রোববার(২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মেলা শেষে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন, ফেনী অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সহকারী কর কমিশনার শফিকুল ইসলাম।



তিনি জানান, এবারের মেলায় রিটার্ন দাখিল করেছে ৭৫৫ জন, ইটিআইএন দেওয়া হয়েছে ৩৮টি, বিভিন্ন বিষয়ে সেবা দেওয়া হয়েছে ১৬৫০ জনকে। ফেনী অঞ্চলের ব্যবসায়ীরা কর দেয়ার ক্ষেত্রে বেশ উৎসাহী। সচেতনতা বৃদ্ধি করা গেলে এলাকা থেকে প্রচুর আয়কর আদায়ের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকায় ফেনী কর অফিস মিলনায়তনে মেলা শুরু হয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত চলেছে।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
পিসি


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।