খুলনা: প্রত্যেকটি স্কুল-কলেজে পড়ালেখার পাশাপাশি বৃক্ষ রোপণ করে পরিবেশকে স্বাস্থ্যসম্মত শিক্ষক-শিক্ষার্থীদের পররামর্শ দিয়েছেন খুলনা-২ আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।
রোববার (২০ সেপ্টেম্বর) নগরীর তালতলা উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও মতবিনিময় সভায় তিনি এ পরামর্শ দেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি মিজান বলেন, জাতি শুধু শিক্ষিত হলেই চলবে না। শিক্ষার পাশাপাশি সুস্থ্যভাবে বেঁচে থাকতে একটি সুন্দর পরিবেশ দরকার। সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ রক্ষায় ১৬ কোটি মানুষকে একযোগে কাজ করারও আহবান জানিয়েছেন।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুভব করেছিলেন, দেশ ও জাতিকে এগিয়ে নিতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। সে কারণে বঙ্গবন্ধু স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দিকে বিশেষ নজর দিয়েছিলেন। আজ আমরা তার সেই কাজের প্রতিফলন পাচ্ছি।
এ সময় ওই স্কুলে একটি শহীদ মিনার নির্মাণের আশ্বাস দেন খুলনা মহানগরের এই আওয়ামী লীগ নেতা।
স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ইকরামুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগ নেতা ও খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সাধারণ সম্পাদক মো. মুন্সী মাহবুব আলম সোহাগ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শেখ মোশাররফ হোসেন, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান সাগর, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চৌধুরী মিনহাজ উজ্জামান সজল, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি কলেজের সাবেক ভিপি ফয়েজুল ইসলাম টিটো, স্কুলের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন অভিভাবক কমিটির সভাপতি অসিম কুমার শীল।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এমআরএম/এমএ