রাজবাড়ী: তথ্যই শক্তি জানবো, দুর্নীতি রুখবো-এই স্লোগানকে সামনে নিয়ে রাজবাড়ীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী তথ্য মেলা।
২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস যথাযথ বাস্তবায়নে এবং সাধারণ মানুষকে দুর্নীতি বিরোধী চেতনায় উজ্জীবিত করার লক্ষে রোববার বিকেল সাড়ে ৫টায় এ মেলা শুরু হয়।
রাজবাড়ী সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় শহরের ঐতিহাসিক আজাদী ময়দানে এ মেলা চলবে ২১ সেপ্টম্বর পর্যন্ত।
প্রধান অতিথি জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
রাজবাড়ী সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি প্রফেসর মো. কেরামত আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন-সিভিল সার্জন ডা. মো. মাহবুবুল হক, রাজবাড়ী সরকারি আর্দশ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নুরুজ্জামান, রাজবাড়ী সচেতন নাগরিক কমিটির (সনাক) সাবেক সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা, রাজবাড়ী সচেতন নাগরিক কমিটির (সনাক) মেলা উদযাপন কমিটির আহ্বায়ক মুহাম্মদ সাইফুল্লাহ প্রমুখ।
এ মেলায় সরকারি-বেসরকারিসহ বিভিন্ন দপ্তরের ৩৫টি স্টল স্থান পেয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) রচনা, বির্তক প্রতিযোগীতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ মেলা শেষ হবে।
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
আরএ