ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে বিএসএফের ধাওয়ায় পানিতে পড়ে বাংলাদেশির মৃত্যু

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
লালমনিরহাটে বিএসএফের ধাওয়ায় পানিতে পড়ে বাংলাদেশির মৃত্যু

লালমনিরহাট: লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ধাওয়া খেয়ে ডোবার পানিতে পড়ে আমিনুর রহমান (৩৮) নামে এক গরু রাখালের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার মৃতদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ।



নিহত আমিনুর রহমান সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের চওড়াটারী গ্রামের আইনুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে ভারত থেকে গরু আনতে সীমান্ত এলাকায় যান আমিনুর। এসময় বিএসএফ সদস্যরা তাকে ধাওয়া করলে দৌড়ে পালানোর সময় ডোবার পানিতে পড়ে যান তিনি। সন্ধ্যার দিকে তার মৃতদেহ ভেসে উঠলে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।